
সামনে ক্লিন অপারেশন শুরু হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে "বর্তমান প্রেক্ষাপটে তৃণমূলের ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা" বিষয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
তিনি বলেন, তৃণমূলই দলের প্রাণ। তৃণমূল না থাকলে আমরাও থাকবো না। আওয়ামী লীগ পালিয়ে গেলেও কিছু কিছু দুষ্ট লোক সমাজে রয়েছে। নেতাকর্মীরা জীবনবাজি রেখে যুদ্ধ করে দ্বিতীয় স্বাধীনতা এনেছে। আমি মনে করি তারা কখনো বিএনপির ক্ষতি করতে পারে না। কারো সঙ্গে হিংসা করবেন না। সাংবাদিকদের ভুল তথ্য দিবেন না। কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া হবে না।
অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আপনি কি বিনিময় পাওয়ার জন্য রাজনৈতিক করেছেন। তৃনমূলের সাথে ভাব দেখাবেন না। তাদের কে ভালোবাসা দেন। সামনে আমাদের অদৃশ্য শক্তির সাথে যুদ্ধ করতে হবে। সামনে ক্লিন অপারেশন শুরু হবে। সতর্ক করে দিয়ে গেলাম। নির্বাচন আসলে নতুন প্রার্থী আসতেই পারে। ঝগড়া করবেন না। এক টেবিলে বসার চেষ্টা করেন। সবাই দলের কর্মী হিসাবে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন- সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, নজরুল ইসলাম টিটু, উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম বিডিআর, আলী আজগর চেয়ারম্যান, কাঁচপুর বিএনপির সভাপতি সেলিম হক রুমি, রিয়াজ উদ্দিন, পৌরসভা বিএনপি সভাপতি শাহজাহান ও সাধারণ সম্পাদক মোতালেব, হারুন অর রশিদ মিঠু, সোনারগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, শম্ভপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সনমান্দি ইউনিয়নের সভাপতি শফিউদ্দিন মজনু, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাইজুল ইসলাম সরকার।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান, সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান মাসুস, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর আয়েশা আক্তার দীনা, নুরুন নাহার, সোনারগাঁও উপজেলা ছাত্রদল নেতা তুষার, সোনারগাঁও উপজেলা ওলমা দলের সভাপতি ওমর ফারুক, সোনারগাঁও উপজেলা যুবদল নেতা রাকিব হাসান, পৌরসভা যুবদল নেতা আবুসালে মুছা, আল আমিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কায়সার আহমেদ প্রমুখ।
Comments