Image description

ভোলার বাপ্তা এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের হামলায় কুপিয়ে হত্যা করা হয়েছে মাদরাসা শিক্ষক মাওলানা আমিনুল হক নোমানীকে। শনিবার রাত সোয়া ৯টার দিকে এই ঘটনা ঘটে। পরে রাত ১০টার দিকে তাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আমিনুল হক ভোলা দরুল হাদিস কামিল মাদরাসার মোহাদ্দিস, সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব এবং ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি ছিলেন। তার স্ত্রী-সন্তানরা বাড়িতে না থাকার সুযোগে এই হামলা চালানো হয়।

ঘটনার সময় তার চিৎকারের শব্দ শুনে পাশের এক ছেলে বাসার গেট বন্ধ দেখতে পান। পরে টিনের বেড়া সরিয়ে ভেতরে প্রবেশ করলে আমিনুল হককে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তার গলা, বুক এবং পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আমিনুল হকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন ইসলামিক দলের নেতাকর্মী ও এলাকাবাসী হাসপাতালে ভিড় জমান। তারা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে রাত ১১টার দিকে হাসপাতাল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সভা করে। বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারের আল্টিমেটাম দেন, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, পুলিশ ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে।