
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পরও শিক্ষার্থীরা হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান করেছেন। এর প্রতিবাদে সোমবার সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করছেন এবং উপাচার্য অধ্যাপক ড. এ কে এম ফজলুল হক ভূঁইয়ার কাছে ছয় দফা দাবি পেশ করেছেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি এ এইচ এম হিমেল জানিয়েছেন, দুপুর ২টার মধ্যে তাদের দাবিগুলো মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
শিক্ষার্থীদের মূল দাবিগুলো হলো-
১) উপাচার্যকে হামলার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
২) হল ছাড়ার নির্দেশনা প্রত্যাহার করতে হবে।
৩) হলগুলোতে সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
৪) প্রক্টরিয়াল বডিকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে।
৫) হামলায় জড়িত শিক্ষক ও বহিরাগত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
৬) 'কম্বাইন্ড ডিগ্রি' দ্রুত বাস্তবায়ন করতে হবে।
এই আন্দোলনের সূত্রপাত হয়েছে ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীদের 'কম্বাইন্ড ডিগ্রি'র দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে চলা আন্দোলনের পর। রোববার শিক্ষার্থীরা উপাচার্যসহ প্রায় ২০০ শিক্ষক-কর্মকর্তাকে একটি মিলনায়তনে অবরুদ্ধ করে রেখেছিলেন। পরে বহিরাগতদের হামলায় সাংবাদিক ও শিক্ষার্থীসহ ১০ জন আহত হন। এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়।
Comments