কুমিল্লা-সিলেট মহাসড়ক চার লেন করার দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, দ্রুত সংস্কার এবং সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে কুমিল্লার দেবিদ্বারে সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক দল, শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
বুধবার সকাল ১০টা থেকে এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলে দেবিদ্বার ও জাফরগঞ্জ এলাকায়। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা পুলিশের আশ্বাসে আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভকারীরা বলেন, দীর্ঘদিন ধরে মহাসড়কটি চার লেনে উন্নীত করার কথা থাকলেও তা বাস্তবায়ন হচ্ছে না। সড়কজুড়ে খানাখন্দ থাকায় প্রতিদিন যাত্রী ও চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সংকীর্ণ ও ভাঙাচোরা সড়কে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। এতে প্রাণহানি ও অঙ্গহানি বাড়ছে। দ্রুত সড়ক সংস্কার ও নিরাপদ চলাচলের ব্যবস্থা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারী সাইফুল ইসলাম শহীদ, উপজেলা আমির অধ্যাপক শহিদুল্লাহ, ক্রীড়া সংগঠক মোঃ জাকির হোসেন, কাজী নাসির প্রমূখ।
এ বিষয়ে সওজের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, “কুমিল্লা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত করার বিষয়টি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে সড়কের সংস্কার কাজ দ্রুত শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।”
Comments