যুবলীগ কর্মীকে পরকীয়ায় বাধা দেওয়ায় আরেক কর্মীকে কুপিয়ে জখম

পিরোজপুরের ইন্দুরকানীতে পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় মোঃ আসলাম হোসেন তরুণ (৩০) নামে এক স্থানীয় সক্রিয় যুবলীগ কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করেছে আরেক যুবলীগ কর্মী। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার পশ্চিম পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই এলাকার ৩নং ওয়ার্ডের আল-আমীন হোসেনের স্ত্রী হাফিজা আক্তারের (২৭) সঙ্গে একই এলাকার রুস্তম তালুকদারের ছেলে যুবলীগ কর্মী সাদ্দাম তালুকদারের (৩১) দীর্ঘ দিন ধরে প্রেমের সর্ম্পক চলছিল। রাতে প্রেমিকা হাফিজার বাড়ি সাদ্দাম যাওয়ার সময় প্রতিবেশী তরুণ বাধা দেয়। এসময় সাদ্দাম ও তরুণ তর্কে জড়িয়ে পরে। একপর্যায়ে সাদ্দাম কয়েকজনকে ফোনে ডেকে এনে দা দিয়ে তরুণকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করে তারা পালিয়ে যায়। পরে তরুণের ডাক-চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য নামজুল হোসেন বলেন, আল-আমীন হোসেনের স্ত্রী হাফিজার সঙ্গে সাদ্দাম তালুকদারের দীর্ঘদিন পরকীয়া নিয়ে কয়েকবার সালিশি বৈঠক করেছি। পরে গতরাতে আল-আমীনের স্ত্রীর সঙ্গে পরকীয়া নিয়ে সাদ্দামকে তরুণ নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে সাদ্দাম তালুকদার দা দিয়ে তরুণকে এলোপাথাড়ি ভাবে শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে গুরুতর জখম করে।
ইন্দুরকানী থানার ওসি মো: মারুফ হোসেন বলেন, ঘটনা স্থানে পুলিশ পাঠিয়েছি। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Comments