Image description

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় অবশেষে নড়েচড়ে বসেছে প্রশাসন। ধলাই নদীর তীরে জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদা পাথর এলাকা থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে বুধবার গভীর রাত থেকে যৌথ বাহিনী অভিযান শুরু করেছে। এই অভিযানে বেশ কয়েকটি পাথরবোঝাই ট্রাক ও নৌকা জব্দ করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার সাইফুল ইসলাম জানান, প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এই অভিযান চালানো হচ্ছে। তাদের মূল লক্ষ্য হলো চুরি হওয়া পাথর উদ্ধার ও এলাকার প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনা। তিনি আরও বলেন, এই ধরনের অপরাধ বন্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করা হচ্ছে। ইতোমধ্যে প্রায় ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে নদীতে ফিরিয়ে দেওয়া হয়েছে।

এর আগে সিলেট জেলা প্রশাসনের সমন্বয় সভায় পাথর লুটপাট ঠেকাতে পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তগুলোর মধ্যে ছিল জাফলং ও সাদা পাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথ বাহিনীর টহল, অবৈধ ক্রাশিং মেশিন বন্ধের অভিযান এবং পাথর চুরিতে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা।

পাথর লুটের ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হলে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ ঘটনায় হতাশা প্রকাশ করেন। এর পরপরই সিলেট প্রশাসন নড়েচড়ে বসে। তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয় এবং দুদক-এর একটি দল সাদা পাথর এলাকা পরিদর্শন করে। দুদক জানিয়েছে, এই লুটপাটে স্থানীয় প্রশাসনের কোনো যোগসাজশ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।