Image description

বান্দরবানের আলীকদম উপজেলায় ‘অসতর্কতার কারণে শিকারি বন্দুকের গুলিতে’ এক পর্যটকের মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ। নিহত তোহা বিন আমিন (২২) ঢাকার ডেমরা থানার শান্তিবাগ এলাকার বাসিন্দা। সোমবার কুরুকপাতা ইউনিয়নে এ মৃত্যু হওয়ার কথা জানান আলীকদম থানার এসআই রমেশ।

তিনি বলেন, শনিবার পাঁচ পর্যটকের একটি দল কুরুকপাতা ইউনিয়নের দুর্গম এলাকায় বেড়াতে যান। সোমবার সকালে স্থানীয়দের একটি একনলা শিকারি বন্দুক হাতে নিয়ে দেখার সময় অসতর্কার কারণে একটা গুলি বের হয়ে যায়। ওই গুলিতে মৃত্যু হয় তোহার।

নাম না প্রকাশের শর্তে কয়েকজন পর্যটক গাইড বলেন, দুছরি বাজার থেকে দুই ঘণ্টার হাঁটার দূরত্বে মেনথক এলাকায় কয়েকজন পর্যটক বেড়াতে যান। সেখানে ম্রোদের একটা জুমঘরে একনলা বন্দুক দিয়ে তারা 'দুষ্টুমি' করছিলেন। এর মধ্যে অসতর্কতার কারণে একটা গুলি বের হয়ে তোহা বিন আল আমিনের গায়ে লাগে।

গাইডদের ভাষ্য, এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

এসআই রমেশ বলেন, মরদেহ আলীকদম থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য আজ মঙ্গলবার বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হবে।