Image description

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোনাখালি রেলক্রসিংয়ে রেললাইনের ওপর ট্রাক বিকল হয়ে যাওয়ায় তিন ঘন্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ চালু । সোনাখালি রেলক্রসিংয়ের সামনে বড় গর্তে আটকে ছিলো ট্রাক।

সোমবার সকাল ৮টার দিকে ট্রাকটি রেলক্রসিংয়ে আটকা পড়ে বলে জানিয়েছেন জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ নাদির উজ্জামান।

এলাকাবাসী ও রেলওয়ে সূত্রে জানা যায়, সোমবার সকালে সোনাখালি রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাক আটকে যায়। চালক স্থানীয়দের সহায়তায় চেষ্টা করেও ট্রাকটি সরাতে পারেনি। রেলক্রসিংয়ের সামনে কয়েকটি বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ওই গর্তেই ট্রাকটি আটকে গেছে। এরপর থেকেই ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। পরে রেকার দিয়ে ট্রাকটি সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ নাদির উজ্জামান বলেছেন, সোনাখালি রেলক্রসিংয়ে একটি ট্রাক আটকে ছিলো।  ট্রাকটি সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।