কুলাউড়ায় চা-শ্রমিকদের সাথে জামায়াত আমিরের মতবিনিময় সভা

মৌলভীবাজারের কুলাউড়ায় চা- বাগানের শ্রমিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (২৫ মে) দুপুরে শহরের স্থানীয় ‘দখিনা দাওয়া’ কমিউনিটি সেন্টারে এই মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ডা. শফিকুর রহমান বলেন, চা-শ্রমিক সন্তানদের প্রতিভা বিকাশে আমরা সব সময় পাশে থাকবো। বাগান মালিকরা চাইলে চা- শ্রমিক সন্তানদের উন্নত শিক্ষার ব্যবস্থা করতে পারে। কিন্তু তারা কেনো তা করে না। পৃথিবী এখন এগিয়ে যাচ্ছে, আধুনিক পদ্ধতি প্রয়োগ করে বাগানে অনেক পরিবর্তন আনা সম্ভব। এই বাগানে যারা জন্ম নিয়ে বড় হয়েছে, এবং বাগানকে বুকে যারা ধারন করে চলছেন, তাদেরকে শিক্ষিত করে তাদের হাতে আধুনিক প্রযুক্তি তুলে দিলে বাগানের উৎপাদন বাড়বে। তাতে মালিকরাও খুশি, শ্রমিকরাও খুশি থাকবে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন থেকে এই চা-শ্রমিকদেরকে একটি গুষ্টি তাদের নিজেদের পকেটস্থ করে রেখেছে। আমরা এই প্রথা ভেঙ্গে তাদেরকে আলোর মুখ দেখাতে চাই। আমরা চাই না তারা আর কারো অবহেলার পাত্র হয়ে থাকুক।
মতবিনিময় সভায় কুলাউড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওঃ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা পল্টন থানা জামায়াত ইসলামীর আমির শাহীন আহমেদ খান, মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার সাহেদ আলী, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ আব্দুর রহমান, সেক্রোটারী ইয়ামীর আলী, কুলাউড়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওঃ আব্দুস সোবহান, সাবেক আমির আব্দুল হামিদ খাঁন, জামায়াত নেতা মাওঃ আমীনুল ইসলাম, কুলাউড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল আহমেদ চৌধুরী। চা-শ্রমিকদের মধ্যে বক্তব্য রাখেন জয়চন্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চা- শ্রমিক নেতা মিলন বৈদ, চা শ্রমিক ইউনিয়ন লংলা ভ্যালীর সাধারণ সম্পাদক সঞ্জু গোস্বামী, জয়চন্ডী বাগান চা- শ্রমিক পঞ্চায়তের সভাপতি রাজমোহন গোয়ালা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন চা-বাগানের বিপুল সংখ্যক চা-শ্রমিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এর আগে সকালে ব্রাহ্মণবাজারে জামায়াত ইসলাম সমর্থিত এক মহিলা সমাবেশ এবং দুপুরে উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
Comments