
মানবিক করিডোর ও বন্দর চুক্তিতে জামায়াতে ইসলামী অসম্মতি জানিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা: শফিকুর রহমান। রোববার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় চা শ্রমিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
জামায়াত আমির জানান, দেশের স্বার্থবিরোধী কোনো কাজে সমর্থন দেবে না জামায়াত।
শফিকুর রহমান বলেন, ‘মানবিক করিডোর, নো। আমরা নো বলে এসেছি। দেশের স্বার্থের বিরোধী কোনো কিছুতে আমরা হ্যাঁ বলব না। দেশের স্বার্থ যেখানেই বিঘ্নিত হবে, সেখানেই নো।’
Comments