Image description

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলীতে রোববার দুপুরে ভূমি মেলা-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আলোচনা সভা, ভূমি সংক্রান্ত বিষয়ে গণশুনানি, ভূমি কর পরিশোধ, স্টল স্থাপন, লিফলেট বিতরণ, প্রচার-প্রচারণা, তথ্য আদান-প্রদান ও র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরার সভাপতিত্বে আনোয়ারায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার। 
অন্যদিকে কর্ণফুলীতে আয়োজিত ভূমি মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভারপ্রাপ্ত ও সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা।

ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ মেলায় সরকারি নির্ধারিত স্টল থেকে সরাসরি ই-নামজারি, মৌজা ম্যাপ এবং খতিয়ানের সার্টিফায়েড কপি সংগ্রহ করা যাচ্ছে। এতে করে সাধারণ মানুষ কোনো হয়রানি ছাড়াই দ্রুত ও নির্ভরযোগ্য সেবা পাচ্ছেন।

আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা বলেন, ‘ভূমি কার্যালয়ে সাধারণ মানুষের বারবার আসা-যাওয়ার ভোগান্তি কমানোই আমাদের মূল লক্ষ্য। আমরা এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছি, যাতে নাগরিকরা ঘরে বসেই সহজে ও স্বচ্ছভাবে সবধরনের সেবা পেতে পারেন। পাশাপাশি হয়রানি রোধে ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ডিজিটাল ব্যবস্থার ফলে ভূমি অফিসের সব সেবা আরও গতিশীল হবে বলে আমরা আশাবাদী।’

জানা গেছে, মেলায় ভূমি পোর্টালে (land.gov.bd) রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন প্রক্রিয়াকরণ, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এবং এ সকল ফি সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা সংক্রান্ত ধারণা দেওয়ার পাশাপাশি ডাকযোগে ভূমি সেবা-মৌজাম্যাপ প্রাপ্তি, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রাপ্তি এবং ভূমি সেবা সম্পর্কে অভিযোগ জানাতে বা ভূমি সেবা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে হট লাইন সেবা (১৬১২২) এর উপযোগিতা সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হয়।

মেলার স্টলে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে স্থাপিত ভূমি সহায়তা কেন্দ্রের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ভূমি সেবা পৌঁছানোর বিষয়টি উপস্থাপন। ভূমি সম্পর্কিত ভীতি কাটিয়ে উঠে নিজের প্রাপ্য বুঝে নেয়ার সক্ষমতা তৈরির লক্ষ্যে বুকলেট ‘ভূমি আমার ঠিকানা’ সেবা গ্রহীতার মাঝে বিতরণ করা হয়।

সেবাগ্রহীতাদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা যেমন ই-নামজারির আবেদন গ্রহণ, নিস্পত্তিকৃত এলএ কেসের চেক প্রদান, তাৎক্ষণিকভাবে অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ ও প্রদান, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রদান এবং সার্বিক ভূমি বিষয়ে সেবাগ্রহীতাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর প্রদানের ব্যবস্থা। 

এছাড়াও মেলার বুথসমূহে অদূর ভবিষ্যতে চালু হতে যাওয়া সিঙ্গেল প্লাটফরম সিঙ্গেল এ্যাপস চালুকরণ, জমি ক্রয়ের সাথে সাথে ভূমি মালিকানা সনদ প্রদান, ডিজিটাল জরিপ ও ডিজিটাল ল্যান্ড জোনিং এর মাধ্যমে ভূমির সর্বোচ্চ এবং সঠিক ব্যবহার নিশ্চিতকরণ, উপজেলা পর্যায়ে সমন্বিত ভূমি অফিস নির্মাণ, বাড়িতে বসেই অধিকাংশ ভূমিসেবা নিশ্চিতকরণ এবং উপজেলা ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রার অফিসের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে একই সাথে ডিজিটাল পদ্ধতিতে দলিল ও ই-নামজারির সেবা জনগণের মাঝে পৌঁছানোর বিষয়ে সেবা গ্রহীতাদের সম্যক ধারণা দেওয়া হয়।

আগামী মঙ্গলবার (২৭ মে) মেলার শেষ দিন বিকাল তিনটায় ভূমি অফিসে মেলার সমাপনী অনুষ্ঠিত হবে। মেলা প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলবে।