Image description

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু ও পাল্লারতল সীমান্ত দিয়ে একদিনে তিন ভাগে ১২১ জন পুশইন করেছে ভারতীয় বিএসএফ।শনিবার গভীর রাত থকে শুরু হয়ে রবিবার (২৬ মে) সকাল পর্যন্ত চলে এ পুশইন। তবে বাংলাদেশে প্রবেশের সঙ্গে সঙ্গেই তাদের আটক করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, মৌলভীবাজারের দুই সীমান্ত দিয়ে ১২১ জনকে পুশইন করা হয়। বড়লেখা উপজেলার লাতু সীমান্ত দিয়ে ভোরে ৭৯ জন ও পাল্লারতল সীমান্ত দিয়ে ৪২ জনকে ঢুকিয়ে দেয় বিএসএফ।

বিজিবি জানায়, আনুমানিক রাত আড়াইটা সময় ঘন জঙ্গল ও বিলের মধ্য দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়। এদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। পুশইনকৃতদের স্থানীয় একটি বিদ্যালয়ে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে বিজিবি। পরে দুপুরে বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি ৫২-ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পুশইনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাত আনুমানিক আড়াইটা সময় সীমান্ত এলাকায় অতিরিক্ত নজরদারি চালানো হয়। তখনই দেখা যায়, ঘন জঙ্গল ও বিলপথ ব্যবহার করে ভারতীয় সীমান্ত থেকে দলবদ্ধভাবে লোকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে। বিজিবি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে সবাইকে হেফাজতে নেয় এবং আটককৃতদের পরিচয় শনাক্তে কাজ চলছে। কেন ভারতের বিএসএফ তাদের পুশইন করল সে বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।