
ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ নতুন গ্রামে দীর্ঘ ৯ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টেনে এবং ৬ বছর বয়সী একটি কন্যা সন্তানকে ফেলে পরকীয়া প্রেমের টানে ঘর ছেড়ে পালিয়েছেন গৃহবধূ সুবর্ণা আক্তার।
জানা যায়, দীর্ঘদিন ধরে সুবর্ণা আক্তার পরপুরুষের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত ছিলো। সে প্রেমের জের ধরে স্বামীকে ঘুমের ঔষধ খাইয়ে গত বুধবার সকালে শশুর বাড়ি থেকে ৪০ হাজার টাকা ও স্বর্ণের গহনা নিয়ে কাওকে কিছু না বলে পালিয়ে যায়। পরে বিভিন্ন জায়গায় তাকে খোঁজা খুঁজি করে আর পাওয়া যায়নি।
এ বিষয়ে সুবর্ণা আক্তারের স্বামী শেখ শহিদ বাদী হয়ে শনিবার বিকেলে সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
Comments