
মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর গোলচক্কর সংলগ্ন রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক মানসিক ভারসাম্যহীন (৪৫) লাশ উদ্ধার করেছে ভাঙ্গা রেলওয়ে থানা পুলিশ। শনিবার ভোরে স্থানীয়রা রেললাইনে ছিন্নভিন্ন অবস্থায় লাশটি দেখতে পেয়ে দ্রুত ভাঙ্গা রেলওয়ে থানায় খবর দেন।
খবর পেয়ে ভাঙ্গা রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময় অজ্ঞাত ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
ভাঙ্গা রেলওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, “ঘটনার তদন্ত প্রক্রিয়াধীন। অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রয়োজনে ডিএনএ নমুনাও সংগ্রহ করা হবে।”
এ ঘটনার পর এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, লাশ শনাক্তে আশপাশের থানাগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং সম্ভাব্য আত্মীয়স্বজনদের খোঁজা হচ্ছে।
Comments