Image description

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্যের অভিযোগে দলের দেওয়া কারণ দর্শানো নোটিশের জবাব দিয়েছেন। মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে লিখিত জবাবে তিনি দাবি করেন, তিনি কখনো কুরুচিপূর্ণ বা বিভ্রান্তিকর বক্তব্য দেননি, বরং জুলাই-আগস্টের শহীদদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানিয়েছেন।

ফজলুর রহমান উল্লেখ করেন, তিনি ২০২৪ সালের ১৬ জুলাই রংপুর বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাইদকে প্রথম ‘বীরশ্রেষ্ঠ’ হিসেবে অভিহিত করেছিলেন। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, তিনি দৃঢ় বিশ্বাসী মুসলমান এবং জামায়াতে ইসলামীসহ ধর্মের ব্যবসায়ীদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে কথা বলেছেন।

তিনি আরও দাবি করেন, কোটা আন্দোলনের শুরুতে তিনি ছাত্রদের গণতন্ত্রের আন্দোলনে উৎসাহিত করেছিলেন এবং জুলাই আন্দোলন ও বিএনপির দীর্ঘ সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। তিনি জামায়াত-শিবিরের ‘জুলাই আন্দোলনের ভ্যানগার্ড’ দাবিকে ইতিহাস বিকৃতির প্রচেষ্টা হিসেবে উল্লেখ করে তাদের ‘কালো শক্তি’ হিসেবে চিহ্নিত করেন।

ফজলুর রহমান বলেন, বিএনপি দীর্ঘদিন আন্দোলনের জমি তৈরি করলেও জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্ররা ফল কেটে নিয়েছে। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এসব বক্তব্য দিয়েছেন বলে উল্লেখ করেন। তিনি জানান, তার বক্তব্যে ভুলত্রুটি থাকলে দুঃখ প্রকাশ করতে প্রস্তুত এবং দলের স্বার্থে সব সিদ্ধান্ত মেনে নেবেন।