
তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন প্রকৌশল শিক্ষার্থীরা। বুধবার (২৭ আগস্ট) সকাল থেকে তারা মূল সড়ক অবরোধ করে রাখায় শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
শিক্ষার্থীদের প্রধান দাবিগুলো হলো: ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে 'প্রকৌশলী' পদবি ব্যবহার বন্ধ করা, পদোন্নতি দিয়ে কাউকে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে বিএসসি প্রকৌশলীদের সুযোগ দেওয়া।
শিক্ষার্থীরা বলছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। গতকাল মঙ্গলবারও একই দাবিতে তারা প্রায় পাঁচ ঘণ্টা সড়ক অবরোধ করে রেখেছিলেন।
এদিকে, ট্রাফিক পুলিশ জানিয়েছে, যানজট কমাতে তারা বিকল্প রুট চালু করেছে। তবে তাতেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি।
Comments