Image description

রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সুমন রেজাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ আগস্ট সকালে সোনারগাঁও রেলক্রসিং এলাকায় এডিসি সুমন রেজাকে ছুরিকাঘাত করে ওই ছিনতাইকারী পালিয়ে যায়। এরপর থেকেই তাকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। অবশেষে সফল অভিযান শেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এডিসি মো. সুমন রেজা ডিএমপির প্রটেকশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বঙ্গভবন নিরাপত্তা) হিসেবে দায়িত্ব পালন করছেন। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার ওপর হামলার পর থেকেই পুলিশ নড়েচড়ে বসে এবং অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনতে সক্ষম হয়।