
কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটির বুধবার হঠাৎ করেই করেই ব্যাহত হয়। ভারতসহ বিভিন্ন দেশে অসংখ্য ব্যবহারকারী কয়েক ঘণ্টা ধরে এটি ব্যবহার করতে পারেননি।
অনেকে জানিয়েছেন যে চ্যাটজিপিটির ওয়েবসাইট খুললেও কোনো প্রশ্নের উত্তর মিলছিল না। আবার কিছু ব্যবহারকারীর ক্ষেত্রে ওয়েবসাইটটি একেবারেই খোলেনি। ডাউন ডিটেক্টর ওয়েবসাইটেও এক ঘণ্টার মধ্যে ৬০০টিরও বেশি অভিযোগ জমা পড়ে।
চ্যাটজিপিটির এই বিভ্রাটে ব্যবহারকারীরা হতাশা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ অনেকেই নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন। একজন ব্যবহারকারী লিখেছেন, 'প্রশ্নের জবাব দিচ্ছে না চ্যাটজিপিটি।' আরেকজন লেখেন, 'আমার মন খুব খারাপ। আমার কাজের সঙ্গী ডাউন।' কেউ কেউ এটিকে তাদের জন্য এক 'অভূতপূর্ব অভিজ্ঞতা' হিসেবেও উল্লেখ করেছেন।
চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই এই পরিষেবা বিভ্রাটের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। বিশ্বব্যাপী ঠিক কতগুলো দেশে এই সমস্যা হয়েছে,
Comments