
অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের ভেতরে অবস্থান করছেন—এমন গুজবে তার পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
সোমবার(২৫ আগস্ট) বিকেলে নিউইয়র্ক কনস্যুলেটের সামনে জড়ো হন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা নানা ধরনের স্লোগান দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা কনস্যুলেটের গেটে ধাক্কাধাক্কি করছেন।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কনস্যুলেটের ভেতরে উপদেষ্টা মাহফুজ আলমের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে কনস্যুলেট কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন দেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়।
Comments