
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোকের দিনে এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে সরকার। সোমবার গভীর রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়া তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টেও এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। তাঁর সঙ্গে আলোচনা করে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়েছে।
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের কাছ থেকে এ বিষয়ে জানতে ফোন করা হলে তাঁকে ফোনে পাওয়া যায়নি। ক্ষুদেবার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি।
এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও ফেসবুকে এ তথ্য জানিয়েছেন। রাত পৌনে তিনটার দিকে এক পোস্টে তিনি লিখেছেন, ‘আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।’
নির্ধারিত ময়সূচি মোতাবেক আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এইচএসসির রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয়পত্র (মানবিক শাখা) পরীক্ষা এবং বিকেলের শিফটে ইতিহাস দ্বিতীয়পত্র/গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয়পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয়পত্রের পরীক্ষা নেওয়ার কথা ছিল। এসব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিল সরকার।
Comments