
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের পরিবারের জন্য অর্থ সহায়তার তথ্য জানিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় ফেসবুকে একটি পোস্ট দিয়েছিল, যা মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে দেওয়ার পর পরে সরিয়ে নেওয়া হয়। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্ট সরানোর কোনো কারণ বা ব্যাখ্যা প্রকাশ করা হয়নি।
এদিকে বিকেল ৩টার দিকে সেই আইডি থেকে আরেকটি পোস্ট করা হয়। তাতে লেখা হয়, মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের কবরস্থানের জন্য মাইলস্টোন স্কুলের সন্নিকটস্থ উত্তরা ১২ নম্বরের সিটি করপোরেশনের কবরস্থানে জায়গা নির্ধারণ করে দিয়েছেন। পরবর্তীতে এই কবরস্থান তাদের স্মৃতি রক্ষার্থে সংরক্ষণ করা হবে।
এর আগে আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক আইডি চিফ অ্যাডভাইজার জিওবি থেকে এক পোস্টে বলা হয়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান তারা উপরোক্ত ত্রাণ ও কল্যাণ তহবিলের উল্লেখিত নম্বরে তা জমা দিতে পারেন।
কেউ অর্থ সহায়তা দিতে চাইলে তা কোন ঠিকানায় পাঠানো যাবে তা জানিয়ে পোস্টে বলা হয়েছে, ঠিকানাটি হলো– হিসাবের নাম: প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল, চলতি হিসাব নম্বর- ০১০৭৩৩০০৪০৯৩, সোনালী ব্যাংক লি. প্রধান উপদেষ্টার কার্যালয় কর্পোরেট শাখা।
বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে গতকাল সোমবার ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতালা একটি ভবনে অনাকাঙ্খিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এই আকস্মিক দুর্ঘটনায় বৈমানিকসহ ৩১ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। আহত সকলকে বিমান বাহিনীর হেলিকপ্টারসহ অ্যাম্বুলেন্সের সহায়তায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং নিকটস্থ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার জন্য দ্রুত স্থানান্তর করা হয়।
জানা যায়, স্কুলের ক্লাসরুমে ঢুকে বিকট শব্দে বিস্ফোরিত হয় প্রশিক্ষণ বিমানটি। সাথে সাথে আগুন ধরে যায় এবং দ্রুত ছড়িয়ে পড়ে। এতে বাড়তে থাকে হতাহতের সংখ্যা। পরে দেয়াল ও জানালা ভেঙে চালানো হয় উদ্ধার তৎপরতা।
Comments