Image description

শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার, শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের এর পদত্যাগসহ ১৩ দফা দাবি নিয়ে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করেন কুমিল্লার সাধারণ শিক্ষার্থীবৃন্দ। 

মঙ্গলবার (২৩ জুলাই) দুপুর ২টায় কুমিল্লা নগরীর পূবালী চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করেন সাধারণ ছাত্র-ছাত্রী। এক পর্যায়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়তে দেখা যায়।

জেলা প্রশাসক আমিরুল কায়ছার বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শান্ত হন শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থী সালমান সাংবাদিকদের বলেন, বিমান দুর্ঘটনার পর পর কেন মঙ্গলবারের পরীক্ষা স্থগিত করার নির্দেশ বিকেলের মধ্যে না দিয়ে রাতে দিলেন, এর প্রতিকার চেয়ে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব পদত্যাগ চেয়ে  আমরা জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করেছি। ডিসি অফিস ঘেরাও কালে জেলা প্রশাসকের নিরাপত্তা দিতে ব্যাপক পুলিশের উপস্থিতি দেখা গেছে।

সাধারণ শিক্ষার্থীদের প্রধান দাবি- শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিবের পদত্যাগ ও কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে গণক্ষমা চাইতে হবে, মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার সকল আহত নিহত শিক্ষার্থীদের সরকার ক্ষতিপূরন দিতে হবে, বিমান প্রশিক্ষণ কেন্দ্র নিরাপদ স্থানে নেওয়াসহ বিভিন্ন দাবি স্মারকলিপিতে তুলে ধরেন শিক্ষার্থীরা। আগামী এক সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের দাবি মানা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, শিক্ষার্থী প্রতিনিধি সালমান, সাইদুর রহমান, নিশাত তাসনিম,ফাইজা খাতুন,আদনান আল জিসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলামসহ অন্যান্যরা।