
ফুটবল খেলতে গিয়ে আহত হওয়ার তিনদিন পর কিরণ মিয়া (১৯) নামে এক যুবক মারা গেছেন। সোমবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কিরণ মিয়া কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়নের পশ্চিত কুতুবপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
কিরণের প্রতিবেশী ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বায়তুল মিয়া জানান, এলাকার যুবকরা দু’টি টিম করে গত শুক্রবার এলাকার মাঠে ফুটবল খেলার আয়োজন করেছিলেন। খেলার এক পর্যায়ে কিরণ বল নিয়ে গোল দিতে গেলে প্রতিপক্ষের গোলকিপারের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Comments