Image description

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বাজারে চালের আড়তগুলোতে তদারকি চালিয়ে নিম্নমানের চাল ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের নামে প্যাকেটজাত করে বাজারজাত করার প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসব অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) এই অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়। এর নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

অভিযানে দেখা যায়, মেসার্স চৌধুরী অ্যান্ড কোং নিম্নমানের চাল ভিন্ন ব্র্যান্ডের নামে প্যাকেটজাত করে বাজারজাত করছিল এবং চাল পরিমাণে কম দিচ্ছিল। এই অনিয়মের জন্য তাদের ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া, মেসার্স হক রাইস এজেন্সিকে সংরক্ষণে ঘাটতির কারণে ৮ হাজার টাকা এবং মেসার্স আদর স্টোরকে ওজনে কম দেওয়ার পাশাপাশি মূল্যতালিকা ও বিক্রয়মূল্যের মধ্যে সামঞ্জস্য না রাখায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়েছে। একইসঙ্গে বাজার কমিটির দায়িত্বশীলদের সঙ্গে বৈঠক করে ভোক্তাদের স্বার্থ রক্ষায় সচেতনতা বৃদ্ধির ওপরও জোর দেওয়া হয়।

উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, "ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে আমাদের এ ধরনের নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। অনিয়ম করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।"