
আওয়ামী লীগের নেতা-কর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার একটি আদালত এই আদেশ দেয়।
সুমাইয়া জাফরিনকে বুধবার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে আটক করে ডিবি। এরপর তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বৃহস্পতিবার পুলিশ তার সাত দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।
অভিযোগ রয়েছে, মেজর সাদিক যখন আওয়ামী লীগের নেতা-কর্মীদের গেরিলা প্রশিক্ষণ দিতেন, তখন তার স্ত্রী সুমাইয়া জাফরিনও তার সঙ্গে এতে অংশ নিতেন। এর আগে এই ঘটনায় সেনাবাহিনীর পক্ষ থেকে মেজর সাদিককে হেফাজতে নেওয়া হয়।
উল্লেখ্য, ঢাকার একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠকের ঘটনায় এখন পর্যন্ত নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের ২৮ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
Comments