
ভারতের তারকা ক্রিকেটার মোহাম্মদ শামি সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে তার ব্যক্তিগত জীবন নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি বলেন, 'আমার জীবনের সবচেয়ে বড় ভুল বিয়ের পিঁড়িতে বসা। কাউকে দোষারোপ করতে চাই না, আমার ভাগ্যটাই খারাপ।'
২০১৪ সালে মডেল ও অভিনেত্রী হাসিন জাহানের সঙ্গে তার বিয়ে হয়। ২০১৮ সালে এই দম্পতির বিচ্ছেদ ঘটলেও, আইনি লড়াই এখনো চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সাবেক স্ত্রী হাসিন জাহানের কটূক্তির শিকার হয়েছেন শামি।
'আপ কি আদালত' নামের ওই অনুষ্ঠানে শামি তার ক্ষোভ প্রকাশ করে বলেন, 'জীবন অনেক কিছু শেখায়। আমার জীবনের সবচেয়ে বড় ভুল বিয়ে। যখন আমি সর্বোচ্চ পর্যায়ে খেলছি, তখন ব্যক্তিগত জীবন নিয়ে ভাবতে হয়েছে। একদিকে বাড়ির পরিস্থিতি সামলানো, অন্যদিকে দেশের হয়ে ভালো খেলা—এমন পরিস্থিতিতে প্রচণ্ড মানসিক চাপ তৈরি হয়।'
যদিও ব্যক্তিগত জীবনের টানাপোড়েন নিয়ে নেটিজেনদের সমালোচনার শিকার হয়েছেন, সতীর্থরা সবসময় তার পাশে থেকেছেন বলে তিনি জানান।
২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া এই পেসার ভারতের হয়ে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে আড়াই শতাধিক ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন।
Comments