Image description

অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বে ইয়েমেনের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশের অনূর্ধ্ব-২৩ দল। শনিবার ভিয়েতনামের ভিয়েট ট্রাই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ অতিরিক্ত সময়ের ৯৪তম মিনিটে গোল হজম করে।

ম্যাচের প্রথমার্ধে উভয় দল সমানে সমান লড়াই করলেও, দ্বিতীয়ার্ধে ইয়েমেনের চাপ সামলাতে বাংলাদেশের খেলোয়াড়দের বেশ বেগ পেতে হয়। শেষ মুহূর্তে ইয়েমেনের করা গোলটি বাংলাদেশের জয়ের স্বপ্ন ভেঙে দেয়।

এর আগে, প্রথম ম্যাচে বাংলাদেশ স্বাগতিক ভিয়েতনামের কাছে ২-০ গোলে হেরেছিল। তাই ইয়েমেনের বিপক্ষে জয় তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই হারের ফলে লাল-সবুজের তরুণ দল গ্রুপ টেবিলের একেবারে তলানিতে নেমে গেছে।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ইয়েমেন বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে রয়েছে। বর্তমানে ইয়েমেনের র‍্যাঙ্কিং ১৫৬তম, আর বাংলাদেশের ১৮৪তম।

বয়সভিত্তিক পর্যায়ে এর আগেও দু'দল মুখোমুখি হয়েছিল, তবে অনূর্ধ্ব-২৩ স্তরে এটিই ছিল তাদের প্রথম লড়াই। ২০১৯ সালে অনূর্ধ্ব-১৬ দলে বাংলাদেশ ইয়েমেনের কাছে ৩-০ গোলে এবং ২০২২ সালে অনূর্ধ্ব-১৭ দলে ৪-০ গোলে হেরেছিল। সিনিয়র পর্যায়ে দুই দলের একমাত্র জয়টি ছিল ১৯৯৪ সালে, যেখানে বাংলাদেশ ১-০ গোলে জিতেছিল।