
নীলফামারীর কিশোরগঞ্জে ১০ মাস ধরে এক ১২ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা এবং মা দুজনকেই আটক করেছে পুলিশ। কিশোরীর মামা বাদী হয়ে শুক্রবার রাতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আসামিরা হলেন উপজেলার রশিদুল ইসলাম (৪০) এবং তার স্ত্রী আঁখি আক্তার নাসরিন (২৮)।
মামলার বিবরণ অনুযায়ী, চার বছর আগে কিশোরীর মা নাসরিন প্রথম স্বামীকে ছেড়ে রশিদুল ইসলামকে বিয়ে করেন। এরপর রশিদুল তার ১২ বছর বয়সী সৎ মেয়েকে অনৈতিক প্রস্তাব দিতে শুরু করেন। মেয়েটি রাজি না হলে তাকে মারধর করা হয় এবং জোরপূর্বক ১০ মাস ধরে ধর্ষণ করা হয়। এক পর্যায়ে মেয়েটি দুই মাসের গর্ভবতী হলে তাকে ওষুধ সেবন করিয়ে গর্ভপাত করানো হয়। পরে হাসপাতালে চিকিৎসা শেষে তাকে আবারও ধর্ষণ করা হয়।
শুক্রবার ভুক্তভোগীর মামা সোহাগ ইসলাম সন্দেহ হওয়ায় তাকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানেই মেয়েটি সবকিছু খুলে বললে তার মামা থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে আটক করে।
কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, আটককৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Comments