
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের কিউরেটর হিসেবে দায়িত্ব বুঝে পেয়েছেন টনি হেমিং। ফলে আগের কিউরেটর গামিনি ডি সিলভাকে ঢাকার বাইরে নতুন কোনো ভেন্যুতে পাঠানো হচ্ছে। গামিনি ছুটিতে নিজ দেশে যাওয়ার দিনই মিরপুরের দায়িত্ব হস্তান্তর করা হয়।
বিসিবি সূত্রে জানা গেছে, গামিনিকে বরিশাল, রাজশাহী অথবা বগুড়ার যেকোনো একটি ভেন্যুতে পাঠানো হতে পারে। ঢাকার বাইরে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকায় তার আপত্তি নেই বলে জানা গেছে। বাস্তবতাকে মেনে তিনি বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।
বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহাবুবুল আনামের নির্দেশনার জন্য গত দুই দিন ধরে বিসিবিতে অপেক্ষা করছেন গামিনি। যেহেতু বিভাগীয় শহরে কাজ করলে তার আবাসন ব্যবস্থার প্রয়োজন হবে, তাই এই বিষয়ে সমাধান না হওয়া পর্যন্ত তাকে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে। গ্রাউন্ডস কমিটির পক্ষ থেকে এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।
Comments