Image description

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা। এর আগে তারা ভুটানকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল। অন্যদিকে, ভারত তাদের প্রথম ম্যাচে নেপালকে ৭-০ গোলে হারিয়েছিল এবং শুক্রবার এই জয়ের ধারা তারা বজায় রেখেছে।

ম্যাচের শুরু থেকেই ভারত আক্রমণে আধিপত্য বিস্তার করে। ১৪ মিনিটে পার্ল ফার্নান্দেজ গোল করে ভারতকে এগিয়ে দেন। এরপর বাংলাদেশের গোলরক্ষক ইয়ারজান বেগম এবং ডিফেন্ডার আরিফা আক্তার ভারতের কয়েকটি আক্রমণ প্রতিহত করেন। বাংলাদেশের একমাত্র সুযোগটি এসেছিল ৩৩তম মিনিটে, যখন সৌরভী আকন্দ প্রীতির ফ্রি-কিক ভারতীয় গোলরক্ষক ঠেকিয়ে দেন।

দ্বিতীয়ার্ধেও ভারত তাদের আক্রমণাত্মক খেলা চালিয়ে যায় এবং ৭৬ মিনিটে বনিফিলা শুলাই গোল করে ব্যবধান ২-০ করেন। বাংলাদেশ কয়েকটি কর্নারের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি।

এই জয়ে ভারত টুর্নামেন্টে নিজেদের অবস্থান সুসংহত করেছে। তবে বাংলাদেশের মেয়েদের জন্য ফাইনালে ওঠার সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। তাদের সামনে আরও চারটি ম্যাচ রয়েছে, যার মধ্যে ভারতের বিপক্ষেও তাদের আবার মাঠে নামতে হবে।