Image description

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার মাধ্যমে এশিয়া কাপের প্রস্তুতি নেবে বাংলাদেশ। টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাসের অনুরোধে এই সিরিজের আয়োজন করা হয়েছে, যা ৩০ আগস্ট সিলেটে শুরু হবে। সিরিজের বাকি দুটি ম্যাচ ১ ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

এশিয়া কাপের পর বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে একটি অ্যাওয়ে সিরিজ খেলবে, যা মূলত ২০২৪ সালের ফিউচার ট্যুর প্রোগ্রামের (FTP) অংশ ছিল। এই সিরিজটি আবুধাবি বা শারজায় অনুষ্ঠিত হতে পারে। এই সিরিজটি টাইগারদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দারুণ একটি প্রস্তুতি হবে বলে আশা করা হচ্ছে।

তবে ওয়ানডে সিরিজ নিয়ে সংশয় রয়েছে। ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দল হিসেবে প্রতিষ্ঠিত হতে নিয়মিত ৫০ ওভারের ম্যাচ খেলার প্রয়োজনীয়তার কথা বললেও, অক্টোবরে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে। এ কারণে আফগানিস্তানের বিপক্ষে ৫০ ওভারের সিরিজ খেলার সম্ভাবনা কম। টি-টোয়েন্টি বিশ্বকাপে উভয় দলের জায়গা নিশ্চিত হওয়ায় এই সিরিজের জয়-পরাজয় তেমন প্রভাব ফেলবে না।