Image description

সাত কলেজের শিক্ষার্থীরা বুধবার বেলা পৌনে একটার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখার পর তারা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

রমনা বিভাগের পুলিশের উপকমিশনার মাসুদ আলম এই তথ্য নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীরা একটি সংবাদ ব্রিফিং করার পর সড়ক ছেড়ে চলে যায়।

এই অবরোধের ফলে সায়েন্স ল্যাব মোড়ে যানজট ও ভোগান্তি তৈরি হয়েছিল।