
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, অন্তর্বর্তী সরকারের চিঠি পাওয়ার পর নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনের তফসিল ঠিক করবে। তবে ভোটগ্রহণের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। তিনি আরও জানান, যত কঠিন সময় আসুক না কেন, ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য ইসির সম্পূর্ণ প্রস্তুতি রয়েছে।
সিইসি একটি অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য সব রাজনৈতিক দলের পূর্ণ সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, ইসি সবার জন্য 'লেভেল প্লেয়িং ফিল্ড' নিশ্চিত করবে এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম চালাবে। তার মতে, ইসির নিরপেক্ষ কাজের মাধ্যমেই জনগণের আস্থা ফিরবে।
সিইসি জানান, সংসদীয় আসনের সীমানা নির্ধারণে কোনো পক্ষপাতিত্ব করা হবে না। রাজনৈতিক দলের নিবন্ধনের কাজ সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে। যাদের কাগজপত্র ঠিক আছে, তাদের মাঠপর্যায়ে যাচাই করা হবে। ভোটার তালিকার কাজ শেষ হলেও, তফসিলের আগ পর্যন্ত তরুণ ভোটারদের অন্তর্ভুক্ত করা যাবে।
নির্বাচনের আগে ইসি সব রাজনৈতিক দল এবং অন্যান্য স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনায় বসবে। সিইসি স্বীকার করেন যে, কেন্দ্রে ভোটারদের নিয়ে আসা এবং জনগণের আস্থা ফিরিয়ে আনা তাদের জন্য বড় চ্যালেঞ্জ। তিনি হুঁশিয়ারি দেন, কেউ চাপ প্রয়োগ করলে পুরো আসনের ভোট বন্ধ করে দেওয়া হবে। এছাড়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে গুজব প্রতিরোধেও ইসি পদক্ষেপ নিচ্ছে।
Comments