Image description

পোর্তোর সাবেক অধিনায়ক ও ফুটবল পরিচালক জর্জ কস্তা ৫৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার ক্লাবের ট্রেনিং সেন্টারে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু বাঁচানো সম্ভব হয়নি।

খেলোয়াড়ি জীবনে তিনি পোর্তোর হয়ে ১৩ মৌসুম খেলেছেন এবং মোট ২৪টি শিরোপা জিতেছেন। তিনি ছিলেন সেই ছয়জন খেলোয়াড়ের একজন, যারা পোর্তোর হয়ে টানা পাঁচটি লিগ শিরোপা জিতেছিলেন। ২০০৪ সালে হোসে মরিনহোর কোচিংয়ে পোর্তোর চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের অধিনায়ক ছিলেন জর্জ কস্তা।

পোর্তো এক বিবৃতিতে কস্তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছে যে, তিনি ক্লাবের নিষ্ঠা, নেতৃত্ব, আবেগ এবং জয়ের চেতনার প্রতীক ছিলেন। মরিনহো কস্তাকে স্মরণ করে বলেছেন, কঠিন মুহূর্তে কস্তা তাকে বলতেন, "জনাব, কান্না থামাও। কাল তোমার ম্যাচ আছে এবং ছেলেরা তোমাকে প্রস্তুত এবং শক্ত দেখতে চায়।"