Image description

উজবেকিস্তানের এক ফুটবলারের চুক্তিকৃত অর্থ পরিশোধ না করায় ফিফার নিষেধাজ্ঞায় পড়েছিল বাংলাদেশি ক্লাব ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। সেই পাওনা মিটিয়ে দেওয়ায় বুধবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ক্লাবটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে।

ফকিরেরপুল ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ আলী জানিয়েছেন, দলবদলে এখন আর তাদের কোনো বাধা নেই। তিনি বলেন, সকলের সহযোগিতায় এটি সম্ভব হয়েছে এবং ক্লাব আসন্ন মৌসুমে খেলার ব্যাপারে পূর্ণ আশাবাদী।

জানা গেছে, উজবেক ফুটবলারের পাওনা ছিল ২৫ লাখ টাকা। কিন্তু প্রিমিয়ার লিগে একটি দল পরিচালনা করতে ন্যূনতম ৩-৪ কোটি টাকা প্রয়োজন, যা ফকিরেরপুলের পক্ষে সংগ্রহ করা কঠিন হতে পারে বলে ফুটবল অঙ্গনে সংশয় রয়েছে।

ফকিরেরপুলের নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শঙ্কায় ছিল এবং ঢাকা ওয়ান্ডারার্সকে প্রিমিয়ারে খেলানোর কথা ভাবছিল। কিন্তু ফকিরেরপুলের নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ওয়ান্ডারার্সের আর খেলার সুযোগ থাকছে না। আগামী ১৪ আগস্ট বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের দলবদলের শেষ দিন।