Image description

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুতি শুরু করেছে। বুধবার আগারগাঁওয়ের ইসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথে চ্যালেঞ্জ থাকবে, তবে তারা সব ধরনের প্রস্তুতি নেবেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত সময়সূচি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। তিনি আরও জানান, নির্বাচন পর্যন্ত তাদের প্রস্তুতিতে কোনো বিরতি থাকবে না।

মঙ্গলবার 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ঘোষণা দেন যে, তিনি নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের অনুরোধ জানাবেন। তিনি আরও বলেন, এবারের নির্বাচনে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার আগ্রহী।