
এশিয়া কাপের আগে প্রস্তুতি হিসেবে বাংলাদেশ ক্রিকেট দল নেদারল্যান্ডসের বিপক্ষে একটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার এই সিরিজের বিস্তারিত সূচি প্রকাশ করেছে।
সিরিজের সূচি-
প্রথম ম্যাচ: ৩০ আগস্ট, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
দ্বিতীয় ম্যাচ: ১ সেপ্টেম্বর, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
তৃতীয় ম্যাচ: ৩ সেপ্টেম্বর, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
সিরিজের সবকটি ম্যাচ সিলেটে অনুষ্ঠিত হবে। নেদারল্যান্ডস দল আগামী ২৬ আগস্ট বাংলাদেশে আসবে।
এই সিরিজকে কেন্দ্র করে বিসিবি ইতোমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে। আগামী ৬ আগস্ট থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড নিয়ে একটি ফিটনেস ক্যাম্প শুরু হবে। এরপর ১৫ আগস্ট থেকে আনুষ্ঠানিক অনুশীলন ক্যাম্প চলবে। ২০ আগস্ট দলটি সিলেটের উদ্দেশে রওনা হবে এবং সেখানেই সিরিজের বাকি প্রস্তুতি সম্পন্ন করবে।
Comments