
আয়ারল্যান্ডের তারকা অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার পেশাদার পুরুষ ক্রিকেট ইতিহাসে এক অনন্য বিশ্বরেকর্ড গড়েছেন। ইন্টার-প্রভিন্সিয়াল টি-২০ টুর্নামেন্টে মুন্সটার রেডস দলের হয়ে খেলতে নেমে তিনি পাঁচ বলের মধ্যে পাঁচটি উইকেট তুলে নিয়েছেন, যা পেশাদার পুরুষ ক্রিকেটে এই প্রথম।
গতকাল বৃহস্পতিবার নর্থ ওয়েস্ট ওয়ারিয়র্সের বিরুদ্ধে ২৬ বছর বয়সী ক্যাম্ফার অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্স দেখান। প্রথমে ব্যাট হাতে ৪৪ রান করে দলকে ১৮৯ রানের চ্যালেঞ্জিং স্কোর এনে দেন, এরপর বল হাতে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দেন।
নর্থ ওয়েস্ট ওয়ারিয়র্স যখন ১১.৪ ওভারে ৫ উইকেটে ৮৬ রান করছিল, তখনই ক্যাম্ফার ১২তম ওভারের শেষ দুই বলে দুটি উইকেট এবং ১৪তম ওভারের প্রথম তিন বলে আরও তিনটি উইকেট তুলে নেন। এই পাঁচ বলের ব্যবধানে পাঁচ উইকেট নিয়ে তিনি ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেন।
এই ঐতিহাসিক মুহূর্ত সম্পর্কে ক্যাম্ফার বলেন, "ওভার পরিবর্তনের কারণে শুরুতে বুঝতেই পারিনি কী হচ্ছে। আমি শুধু সহজ রাখার চেষ্টা করেছিলাম। সৌভাগ্যবশত সব ঠিকঠাক হয়েছে।" তিনি মজা করে আরও বলেন, "আরেক ব্যাটার থাকলেও হয়তো ছয় বলে ছয় উইকেট নিতে পারতাম না। যেটা হয়েছে সেটাই বিশেষ।"
আঙুলের চোট থেকে ফিরে এমন পারফরম্যান্স ক্যাম্ফারের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, "চোট পেলে আপনি একা হয়ে পড়েন, জিম আর পুনর্বাসনে সময়টা কঠিন। এখন দলে ফিরে আসতে পেরে, এমন পারফরম্যান্স দিতে পেরে ভালো লাগছে।"
Comments