
ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে ব্রাজিলের ফ্লুমিনেন্সিকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে চেলসি। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ব্লুজদের হয়ে দুটি গোলই করেছেন প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পাওয়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হোয়াও পেদ্রো।
ম্যাচ শুরুর মাত্র ১৮ মিনিটের মধ্যে হোয়াও পেদ্রো চেলসিকে এগিয়ে নেন। প্রতিপক্ষের দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে বক্সের বাইরে থেকে এক দারুণ বাঁকানো শটে বল জালে জড়িয়ে দেন তিনি। যদিও শৈশবের ক্লাব ফ্লুমিনেন্সির বিপক্ষে গোল করে পেদ্রো কোনো উদযাপন করেননি।
২৬তম মিনিটে ফ্লুমিনেন্সি সমতা ফেরানোর একটি ভালো সুযোগ পেয়েছিল, কিন্তু হারকিউলিসের শট গোললাইন থেকে দারুণভাবে ফিরিয়ে দেন চেলসির ডিফেন্ডার মার্ক কুকুরেইয়া। এর আট মিনিট পর চেলসি আরও একবার বিপদে পড়তে বসেছিল; যখন তাদের ডি-বক্সে ডিফেন্ডার ট্রেভর চালাবাহর হাতে বল লাগলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। তবে ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) মনিটরে দেখে তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেন।
দ্বিতীয়ার্ধে, ৫৬তম মিনিটে হোয়াও পেদ্রো তার দ্বিতীয় গোলটি করেন। এনসো ফার্নান্দেসের বাড়ানো একটি থ্রু বল ধরে ডি-বক্সে ঢুকে ২৩ বছর বয়সী এই স্ট্রাইকার জোরালো শট নেন, যা ক্রসবারের নিচের দিকে লেগে জালে জড়িয়ে যায়। এই গোলের পরও পেদ্রো দুই হাত উপরে তুলে একই ভঙ্গিমায় থাকেন।
ম্যাচের শেষ দিকে চেলসি তাদের রক্ষণভাগে বাড়তি মনোযোগ দেয়, ফলে ফ্লুমিনেন্সি আক্রমণে চাপ বাড়ালেও ম্যাচে আর কোনো নাটকীয়তা যোগ করতে পারেনি।
এদিকে আগামী রোববার (১৩ জুলাই ) ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
Comments