Image description

কক্সবাজারের চকরিয়ায় চুরি করতে গিয়ে এক পুলিশ কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত সোমবার (১৪ জুলাই) গভীর রাতে চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের একটি ভাড়া বাসায় এই বর্বরোচিত ঘটনা ঘটে। ঘটনার সময় ভুক্তভোগীর স্বামী কর্মস্থলে ছিলেন।

ভুক্তভোগীর স্বামী মঙ্গলবার (১৫ জুলাই) সকালে কর্মস্থল থেকে ফিরে চকরিয়া থানায় মামলা দায়ের করেছেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি শফিকুল ইসলাম ভুক্তভোগীর বরাত দিয়ে জানান, রাত আনুমানিক ৩টার দিকে মুখে কাপড় বাঁধা এক যুবক রান্নাঘরের জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে। তার হাতে একটি ধারালো দা ও একটি টর্চলাইট ছিল। ঘরে ঢুকেই সে পুলিশ কনস্টেবলের স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এরপর, ওই নারীকে রান্নাঘরে নিয়ে ধর্ষণ করে।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় সিসিটিভি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।