Image description

শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হারের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও হেরেছিল বাংলাদেশ। পরে অবশ্য দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়ে সিরিজে ১-১ সমতা এনেছেন মেহেদী হাসান মিরাজরা। আজ পাল্লেকেলেতে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।

এরপর ১০ জুলাই শুরু হবে দুদলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সংক্ষিপ্ত সংস্করণের সিরিজকে সামনে রেখে গতকাল সোমবার দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ১৭ সদস্যের লঙ্কান দলে দীর্ঘদিন পর ফিরেছেন সাবেক অধিনায়ক দাসুন শানাকা ও অলরাউন্ডার চামিকা করুনারত্মে।

শানাকা জাতীয় দলে ডাক পেলেন প্রায় এক বছর পর। লঙ্কান জার্সিতে শানাকা শেষ বারের মতো খেলেছেন গত বছরের জুলাইয়ে। পাল্লেকেলেতে ভারতের বিপক্ষে ওই ম্যাচে ব্যাট হাতে গোল্ডেন ডাক মেরেছিলেন ৩৩ বছর বয়সী এ অলরাউন্ডার। পরে বল হাতে ১ ওভার করে উইকেটশূন্য ছিলেন।

সম্প্রতি আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের শিরোপা জয়ের পথে বড় অবদান রাখেন শানাকা। শেষ দিকে নেমে গাল্ফ জায়ান্টসের বিপক্ষে ১০ বলে অপরাজিত ৩৪, আবুধাবি কিংসের বিপক্ষে ১২ বলে ১২ বলে ৩৪ রানের বিধ্বংসী ইনিংস খেলার পর ফাইনালে ডেসার্ট ভাইপার্সের বিপক্ষে ১০ বলে ২১ রানের ক্যামিও দিয়েছিলেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এমন পারফরম্যান্স শানাকাকে জাতীয় দলে পুনরায় জায়গা দিয়েছে। সাবেক অধিনায়ককে জায়গা করে দিতে গিয়ে বাদ পড়েছেন ভানুকা রাজাপাকসে।