Image description

আগস্টে সাদা বলের দুই ফরম্যাটের জন্য বাংলাদেশ সফরে আসার কথা ভারতের। তবে সেই সিরিজ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে বেশ কয়েকদিন ধরে। ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছিল, বাংলাদেশ সফরে যাবে না কোহলি-রোহিতরা। এবার সেই শঙ্কা অনেকটাই বাস্তবে পরিণত হতে যাচ্ছে।

ভারতের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তার মাঝেই বিসিবি সভাপতি আজ জানিয়েছেন ভারত এ বছর না এলে এই সিরিজ পরবর্তী সময়ে হবে। আজ বিসিবির বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

ভারত বাংলাদেশ সফরে আগস্ট মাসে আসতে চাচ্ছে না এমন প্রশ্নে বিসিবি সভাপতি বলেছেন,  ‘আগস্ট বা স্পেটেম্বর বলে কিছু না। আলোচনা হচ্ছে কীভাবে আমরা সিরিজটা করতে পারি। যদি কোনো কারণে তারা এই মুহূর্তে আসতে না পারে.. আমাদের আলোচনা এখনো শেষ হয়ে যায়নি। তবে নেক্সট এভেইলবল উইন্ডোতে হবে এটা।’