
ইসরায়েলি বাহিনী গাজায় একটি ক্যাফে, একটি স্কুল এবং খাদ্য বিতরণ কেন্দ্রগুলোতে বোমা হামলা চালিয়েছে। এতে অন্তত ৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং একটি হাসপাতালেও হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করেছে।
সোমবারের এই হামলায় নিহতদের মধ্যে অন্তত ৬২ জন গাজা সিটি এবং উত্তর গাজার বাসিন্দা। খবর আলজাজিরার।
নিহতদের মধ্যে গাজার উত্তরাঞ্চলের উপকূলীয় ক্যাফে ‘আল-বাকা ক্যাফেটেরিয়া’-তে ইসরায়েলি বিমান হামলায় ৩৯ জন নিহত হন। এই হামলায় আরো বহু মানুষ আহত হয়েছেন।
নিহতদের মধ্যে রয়েছেন সাংবাদিক ইসমাইল আবু হাতাব, পাশাপাশি নারী ও শিশুরাও, যারা ওই ক্যাফেতে একটি জন্মদিনের অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন। একজন প্রত্যক্ষদর্শী বলেন, ইসরায়েলি যুদ্ধবিমান এই হামলা চালিয়েছে।
Comments