Image description

সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে ২৬ জন ভারতীয় পর্যটক সন্ত্রাসী হামলায় নিহত হওয়ার ঘটনার জের ধরে গত কয়েকদিনে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। এবার সেই উত্তেজনা সামরিক সংঘাতে গড়িয়েছে। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের ভূখণ্ডে মোট ৯টি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত।

ভারতের এই হামলার পাল্টা জবাব দিচ্ছে পাকিস্তানও। এই পরিস্থিতিতে গোটা অঞ্চলে যুদ্ধের আবহ তৈরি হয়েছে।

ভারত-পাকিস্তানের এই সংঘাতের আঁচ লেগেছে ক্রিকেট জগতেও। দুই দেশেই এখন ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ চলছে, যেখানে বিভিন্ন দেশের নামকরা খেলোয়াড়রা অংশ নিচ্ছেন। পাকিস্তানে চলমান পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) আছেন অনেক বিদেশী ক্রিকেটার, যাদের মধ্যে আছেন বাংলাদেশের দুই উদীয়মান বোলার নাহিদ রানা ও রিশাদ খান।

পিএসএলে নাহিদ খেলছেন পেশোয়ার জালমির হয়ে এবং রিশাদ লাহোর কালান্দার্সের হয়ে। গ্রুপ পর্বে তাদের দলের এখনও যথাক্রমে ২টি ও ১টি করে ম্যাচ বাকি। যদি তাদের দল প্লে-অফে জায়গা করে নিতে পারে, তাহলে তাদের পাকিস্তানে থাকার মেয়াদ আরও বাড়বে। প্লে-অফ এবং ফাইনাল খেলা সাপেক্ষে তাদেরকে পাকিস্তানে থাকতে হতে পারে মে মাসের ১৮ তারিখ পর্যন্ত। এমন উত্তপ্ত পরিস্থিতিতে এই দুই টাইগার ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে চরম শঙ্কা।

এই ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, তারা ইতোমধ্যেই পাকিস্তান সুপার লিগ কর্তৃপক্ষের কাছে নাহিদ ও রিশাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনুরোধ জানিয়েছে। যদিও এখন পর্যন্ত ক্রিকেটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়নি। তবে বিসিবি স্পষ্ট জানিয়েছে যে, যদি পরিস্থিতির আরও অবনতি হয় এবং তাদের নিরাপত্তার ঝুঁকি বাড়ে তাহলে যেকোনো মুহূর্তে তাদের পিএসএল অসমাপ্ত রেখেই দেশে ফিরিয়ে আনা হবে। উদ্ভূত পরিস্থিতিতে দুই ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে সামনের দিনগুলোতে পরিস্থিতির ওপর।