
ভারতকে দীর্ঘ সময় পর ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে আন্তর্জাতিক ফরম্যাটটিকে বিদায় বলেছিলেন রোহিত শর্মা। গত মার্চে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ওয়ানডেকেও তিনি বিদায় বলবেন বলে গুঞ্জন উঠেছিল। তবে আরেকটি ৫০ ওভারের বিশ্বকাপে খেলার আশা রয়েছে তার। এরই মাঝে আচমকা টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় এই অধিনায়ক।
এর আগে জানুয়ারিতে অস্ট্রেলিয়ার মাটিতে বোর্ডার-গাভাস্কার সিরিজের পরই রোহিত টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন বলে জোর আলোচনা শুরু হয়েছিল। তবে তিনি এখনই টেস্ট ছাড়বেন না বলে জানিয়ে দেন। এদিকে, চলমান আইপিএল শেষে ইংল্যান্ডের মাটিতে পাঁচ টেস্টের সিরিজ খেলতে যাবে ভারত। আসন্ন সিরিজকে কেন্দ্র করে রোহিতের কাঁধে টেস্ট দলের নেতৃত্বভার থাকা নিয়ে পক্ষে-বিপক্ষে কথা হচ্ছিল। ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছিল, তরুণ কোনো ক্রিকেটারকেই টেস্ট অধিনায়ক করতে চায় বিসিসিআই।
Comments