
অল্প বয়সেই শোবিজাঙ্গনকে বিদায় জানিয়েছেন ‘বিগ বস’খ্যাত অভিনেত্রী সোনিয়া বানসাল। মাত্র ২৮ বছর বয়সেই অভিনয় থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী।
কেন এমন সিদ্ধান্ত? টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সোনিয়া জানিয়েছেন, টাকা-পয়সা থাকলেও মানসিক শান্তি ছিল না। যে কারণেই এই সিদ্ধান্ত।
সোনিয়া বানসাল বলেন, ‘অন্যদের জন্য কিছু করতে এতটাই ব্যস্ত হয়ে পড়ি, যে নিজেদেরই ভুলে যাই। আমি উপলদ্ধি করতে পেরেছি, আমার সত্যিকারের উদ্দেশ্য কী সেটা জানি না। নিখুঁত হওয়া, প্রাসঙ্গিক থাকা এবং আরো বেশি অর্থ উপার্জনের এই দৌড়ে নিজেকে হারিয়ে ফেলেছি।”
অর্থ-যশ-খ্যাতি থাকলেও সোনিয়ার শান্তি ছিল না, তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন- “টাকা, খ্যাতি, জনপ্রিয়তা— সবই ছিল। কিন্তু যা ছিল না, তা হলো শান্তি। আপনি যদি শান্তিতে না থাকেন, তাহলে টাকা দিয়ে কী করবেন? আপনার বাহ্যিকভাবে সবকিছুই থাকতে পারে। কিন্তু আপনি যদি ভেতরে শূন্য থাকেন, তাহলে এটি খুবই অন্ধকারাচ্ছন্ন।”
Comments