
চলতি বছরের আগস্টে সাদা বলের দুই ফরম্যাটের সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ভারতের। সেই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন হার্দিক পান্ডিয়ারা। সাদা বলের এই দুই সিরিজের জন্য আগামী ১৩ আগস্ট ঢাকায় আসার কথার ছিল ভারতীয় দলের।
তবে এবার সেই সফর শঙ্কার মধ্যে পড়েছে। ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে লেখা, ভারত-পাকিস্তানের পাশাপাশি ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কও সাম্প্রতিক সময়ে যে প্রতিকূলতার মধ্যে পড়েছে, তার প্রভাব পড়তে পারে উপমহাদেশের ক্রিকেট ক্যালেন্ডারে। সেই প্রতিবেদনেই লেখা, আগস্টে ভারতের দলের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
শুধু ভারতের বাংলাদেশ সফরই নয়, কাশ্মীরের পেহলগামে সন্ত্রাসী হামলার জেরে ২০২৫ এশিয়া কাপও সংশয়ে পড়ে গেছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
আইসিসির সফরসূচির অংশ এই বাংলাদেশ সফরে ভারতের দল কেন না-ও আসতে পারে, তার নেপথ্যের কারণ হিসেবে টাইমস অব ইন্ডিয়া সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার ফেসবুক স্ট্যাটাসকে টেনে এনেছে। যদিও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতি দিয়ে জানিয়েছে, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এএলএম ফজলুর রহমানের মন্তব্যটি একান্তই তাঁর ব্যক্তিগত, এর সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। তাঁর মন্তব্যের সঙ্গে বাংলাদেশ সরকারকে না জড়াতে আহ্বানও জানানো হয়েছে বিবৃতিতে।
সম্প্রতি ফেসবুক পোস্টে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এএলএম ফজলুর রহমান লিখেছেন, ভারত যদি পাকিস্তানে হামলা চালায়, সে ক্ষেত্রে বাংলাদেশের উচিত হবে ভারতের উত্তর-পূর্বের সাতটি রাজ্য দখলে নেওয়া। এ ক্ষেত্রে প্রয়োজনে চীনের সঙ্গে যৌথ-সামরিক ব্যবস্থা নিয়ে বাংলাদেশের আলোচনা চালানো উচিত বলেও মনে করেন তিনি। টাইমস অব ইন্ডিয়া এএলএম ফজলুর রহমানকে ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কাছের’ জানিয়ে লিখেছে, তাঁর এই মন্তব্যের পর ভারতের বাংলাদেশ সফর বয়কট করার সম্ভাবনা নাকচ করে দেওয়া যায় না।
Comments