
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে সম্পর্ক ছিন্ন করা আলোচিত নেত্রী নীলা ইসরাফিল একটি গণ-অভ্যুত্থানকে ‘মেটিকুলাস ডিজাইন’ বলার জন্য উপদেষ্টা মাহফুজের সমালোচনা করেছেন। বুধবার (৬ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, "রাজনীতি এখন কারা করে চক্রান্তকারীরা, না পাগলরা?"
নীলা ইসরাফিল লিখেছেন, উপদেষ্টা মাহফুজ যখন গণ-অভ্যুত্থানকে 'মেটিকুলাস ডিজাইন' বলেন, তখন তা শুধু আন্দোলনের অপমান নয়, বরং পুরো রাষ্ট্রকেই প্রশ্নবিদ্ধ করে। তিনি আরও অভিযোগ করেন, "তুষার একইরকম ‘মেটিকুলাস ডিজাইন’-এ আমাকে টার্গেট করতে গিয়ে পুরো এনসিপিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।" তার মতে, আন্দোলনের মূল স্পিরিট হারিয়ে গেছে এবং এখন রাজনীতি শুধু 'প্যাকেজিং আর ড্যামেজ কন্ট্রোল'-এ সীমাবদ্ধ।
Comments