মার্কিন শুল্ক নিয়ে যে ‘নন-ডিসক্লোজার’ চুক্তি হয়েছে, তা প্রকাশযোগ্য নয়: অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে 'নন-ডিসক্লোজার' শুল্ক চুক্তি হচ্ছে, তা এখনই প্রকাশ করা সম্ভব নয়। বুধবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, এই চুক্তি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মতো নয়, বরং একটি দেশের সঙ্গে অন্য দেশের দ্বিপাক্ষিক চুক্তি। তাই এতে প্রতিযোগী দেশগুলোর কথা বিবেচনায় রাখতে হবে।
তিনি জানান, চুক্তির খসড়া এখনো তৈরি হচ্ছে। শুল্কহার আরও কম হলে ভালো হতো, তবে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের অবস্থান ভালো। শুল্কহার ২০% হওয়ার কথা থাকলেও চুক্তির পর কোথায় কী কমানো যায়, সেই বিষয়ে আলোচনা করা যেতে পারে।
অর্থনীতির বিষয়ে তিনি বলেন, এক বছরে দেশের অর্থনীতি কিছুটা স্বস্তিদায়ক অবস্থায় এসেছে। তবে মূল্যস্ফীতি রাতারাতি কমানো সম্ভব নয়। অন্তর্বর্তী সরকার যেসব প্রকল্প বাস্তবায়ন করতে পারবে, সেগুলো সম্পন্ন করবে।
নির্বাচনী বাজেট নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) তাদের চাহিদা অনুযায়ী বাজেট পাবে, তবে কত বাজেট দেওয়া হবে, তা এখনই বলা যাবে না।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ আজ থেকে কার্যকর হওয়ার কথা। বাংলাদেশের জন্য বর্ধিত শুল্কহার ২০% নির্ধারণ করা হয়েছে, যার সঙ্গে আগের সাড়ে ১৬% শুল্কও যোগ হবে। এই বিষয়ে চুক্তি হতে আরও দু-তিন সপ্তাহ সময় লাগতে পারে।
Comments