Image description

নেত্রকোনার পূর্বধলায় দুর্বৃত্তদের হামলায় মো. কাকন আহমেদ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার দুপুরে পূর্বধলার থানার ওসি মোহাম্মদ নূরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে মঙ্গলবার মধ্যরাত ‌দাপুনিয়া বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাকন উপজেলার নারন্দিয়া ইউনিয়নে দাপুনিয়া পশ্চিমপাড়া গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ১টার দিকে কাকন আহমেদ দাপুনিয়া বাজার হতে বাড়ি যাচ্ছিলেন। বাজার থেকে বের হয়ে রাস্তায় একদল দুর্বৃত্তরা পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে কাকন গুরুতর আহত হয়। কাকনের ডাক চিৎকারে স্থানীরা এসে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ মমেক হাসপাতালে ময়নাতদন্ত করা হবে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।